ঢাকা | বঙ্গাব্দ

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2025 ইং
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে ছবির ক্যাপশন:
ad728
গত বছরের নভেম্বরে কক্সবাজারে শুটিং শুরু হয় ‘পিনিক’ ছবির। শুটিংয়ের মাঝপথে ছবির নায়ক আদর আজাদের ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়। তখনই জানানো হয়, ছবিতে বুবলীর চরিত্র সম্পর্কে ধারণা দিতে তাঁরও একটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হবে। যত দিনে বুবলীর ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে, তত দিনে নতুন বছর চলে এসেছে। 

এর মধ্যে ছবিটির শেষ কিস্তির শুটিং শুরু হওয়ার কথাও। শনিবার সন্ধ্যায় পিনিক ছবিতে বুবলীর ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গেছে, স্কার্ফে আবৃত নায়িকার মাথা। চোখে রোদচশমা। বুবলীর মুখমণ্ডল খাঁচায় বন্দী।গত বছরের নভেম্বরে কক্সবাজারে শুটিং শুরু হয় ‘পিনিক’ ছবির। শুটিংয়ের মাঝপথে ছবির নায়ক আদর আজাদের ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়। তখনই জানানো হয়, ছবিতে বুবলীর চরিত্র সম্পর্কে ধারণা দিতে তাঁরও একটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হবে। যত দিনে বুবলীর ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে, তত দিনে নতুন বছর চলে এসেছে। এর মধ্যে ছবিটির শেষ কিস্তির শুটিং শুরু হওয়ার কথাও। 

শনিবার সন্ধ্যায় পিনিক ছবিতে বুবলীর ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গেছে, স্কার্ফে আবৃত নায়িকার মাথা। চোখে রোদচশমা। বুবলীর মুখমণ্ডল খাঁচায় বন্দী।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ নজরুল ইসলাম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের